ইসরাফিল ইসলাম: গতকাল কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বালাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় মাঠে দিবা-রাত্রি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় অংশগ্রহণ করে বালাবাড়ী হাট ফুটবল একাদশ বনাম ধামশ্রেণী ফুটবল একাদশ। খেলায় বালাবাড়ী হাট ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে ধামশ্রেণী ফুটবল একাদশক। বালাবাড়ী হাট ফুটবল একাদশের পক্ষে সাগর ও রতন ১টি করে গোল করেন।
টুর্ণামেন্টটির আয়োজন করে প্রতিভা স্পোর্টিং ক্লাব বালাবাড়ী হাট।