গাজী নাসিফুল হাসান: ক্রিকেট মাঠে নামলেই যেন রেকর্ড গড়তেই থাকেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। এবারের আইপিএলেও তার ব্যতিক্রম নয়। আইপিএলে চলাকালীন দুইটি রেকর্ডে ভাগ বসালেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।
আইপিএলের শুরুটা অবশ্য ভালো হয়নি এই ডানহাতি ব্যাটসম্যানের। প্রথম তিণ ম্যাচ থেকে তেমন কোনো উল্লেখযোগ্য কিছু করতে পারেননি কোহলি। তবে চতুর্থ ম্যাচ থেকে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন কোহলি। চতুর্থ ম্যাচে দুর্দান্ত খেলে প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সাড়ে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করছেন কোহলি।
গতকাল নিজেদের পঞ্চম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমে ৪৩ রান করেন কোহলি। এই রান করে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন কোহলি।
বিশ্বের সপ্তম এবং ভারতীয়দের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ হাজার ক্লাবে প্রবেশ করেছেন কোহলি। দিল্লির বিপক্ষে দশম রান নেয়ার পথে এ কীর্তি গড়েছেন কোহলি।
তার আগে ভারতের আর কোনো ব্যাটসম্যান তো নয়ই, পুরো বিশ্বের মাত্র ছয়জন ব্যাটসম্যান পেরেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ হাজার রান করতে। তারা হলেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ব্রেন্ডন ম্যাককালাম, শোয়েব মালিক, অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।