‘এএফসি অ-২০ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২২ (কোয়ালিফায়ার্স)’ এর খেলা আগামী মার্চ ১৩-২১ পর্যন্ত এবং ‘এএফসি অ-১৭ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২২ (কোয়ালিফায়ার্স)’ এর খেলা আগামী এপ্রিল ০৩-১১ পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত দু’টি প্রতিযােগিতায় অংশগ্রহণের লক্ষ্যে সীমিত আকারে (কোভিড-১৯ এর কারণে) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৩৩ জন বয়সভিত্তিক মহিলা জাতীয় ফুটবল খেলােয়াড়দের নিয়ে আজ অক্টোবর ৮ তারিখ হতে মতিঝিলস্থ বাফুফে ভবনে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু করে।

পরবর্তীতে অন্যান্য খেলােয়াড়দেরও প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের জন্য পর্যায়ক্রমে ডাকা হবে। উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের লক্ষ্যে সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট ৩৩ জন খেলােয়াড় আজ অক্টোবর ৮ তারিখ বিকাল ৫.০০ ঘটিকায় প্রয়ােজনীয় ক্রীড়া সরঞ্জামাদিসহ মতিঝিলস্থ বাফুফে ভবনে প্রধান প্রশিক্ষক গােলাম রব্বানী ছােটনের নিকট রিপাের্ট করেছে।