ইকবাল হাসান: এ বছরের মার্চে শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু করোনার কারনে সম্ভব হয়ে উঠে নি। তারপর কেটে গেছে আট মাস। সেই ম্যাচের কথা ভুলে নি বিসিবি। করোনা পরিস্থিতি অনুকুলে আসলেই ম্যাচগুলো মাঠে গড়াবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিসিবিতে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে একথা জানান।নিজাম উদ্দিন চৌধুরী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ম্যাচ করার আশ্বাস দিয়ে বলেন, ‘আমাদের তো এখনো পরিকল্পনায় রয়েছে। কিন্তু আপনারা জানেন যে বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে এই মুহুর্তে সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে, অনুকূলে থাকলে কিন্তু সেটা সম্ভব। এখনো আমাদের পরিকল্পনার বাইরে নিয়ে যাইনি। আমাদের পরিকল্পনা সেভাবেই আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এটা আয়োজন করার পরিকল্পনা আছে।’
