বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সার্বিক তত্ত্বাবধানে গত আগস্ট ২০ তারিখ হতে বাফুফে-এএফসি ‘সি’ সার্টিফিকেট কোর্স এবং বাফুফে-এএফসি ইন্ট্রাক্টর কোর্স অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুরু হয়। উক্ত কোর্সের প্র্যাকটিক্যাল সেশন গত অক্টোবর ৪ তারিখে মতিঝিলস্থ বাফুফে ভবনে শুরু হয় যা আজ অক্টোবর ৮ তারিখে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়। উক্ত সমাপ্তি অনুষ্ঠানে ফিফা কাউন্সিল মেম্বার,বাফুফে ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন এবং কোর্সের ইন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল থমাস স্মলি।
