বাফুফে নিবার্চন ২০২০ এর স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মানিক গত ৩ অক্টোবর অনুষ্ঠিত বাফুফে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক সংবাবদ সম্মেলনের মাধ্যমে যে অভিযোগ উত্থাপন করেছিলেন সে বিষয়ে বাফুফের নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন। নিন্মে উক্ত ব্যাখ্যাটি তুলে ধরা হলো।
বাফুফের নির্বাচন কমিশনের ব্যাখ্যাঃ গত ৬ অক্টোবর তারিখে একটি সাংবাদিক সম্মেলনে একজন সভাপতি পদপ্রার্থীর ভােট গণনার সময় ঢুকতে না দেয়ার সূত্রে ‘লেবেল প্লেয়িং ফিল্ড’ না থাকার অভিযােগ উত্থাপন করার বিষয়ে বাফুফে নির্বাচন কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে কমিশনের বক্তব্য নিম্নরূপঃ ফিফা নিয়ম অনুসারে ভােট পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত ডেলিগেট, নির্বাহী কমিটির সদস্য, ও নির্বাচনী কর্মকর্তা না হলে কেউ ভােট পর্বে উপস্থিত থাকতে পারেন না। তথাপি বাফুফের নির্বাচনী বিধিমালায় ভােট গণনার সময় নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে প্রার্থীদের উপস্থিত থাকার সুযােগ রাখা হয়েছে। তবে সে রকম অনুমতি চেয়ে গত অক্টবর ৩ তারিখে ভােট গণনার সময় কোন প্রার্থীর নিকট থেকে কমিশনের নিকট লিখিত বা মৌখিক বা ক্ষুদে বার্তা আকারে কোন প্রকার আবেদন বা অনুরােধ করা হয়নি। কেউ কোন বাধার সম্মুখীন হলে অনায়াসে নির্বাচন কমিশনের যে কোন কমিশনারের সাথে মােবাইল ফোনে বা লিখিত বার্তা দিয়ে যােগাযােগ করতে পারতেন। সেরকম যােগাযােগও কমিশনের সাথে কেউ করেননি। কমিশন এ রকম কোন পরিস্থিতি সম্পর্কে আদৌ অবহিত নয়।