বিশ্ব ফুটবল সংস্থা ফিফার সভাপতি মি জিয়ান্নি ইনফান্তিনাে ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর সভাপতি মি সালমান বিন ইব্রাহিম আল খলিফা আলাদা আলাদা পত্রের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী মােঃ সালাহ্উদ্দিনকে গত শনিবার অক্টোবর ৩ তারিখ প্যান প্যাসিফিক সােনারগাঁও হােটেলে অনুষ্ঠিত বাফুফে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
