মনিরুজ্জামানঃ ২০১০/১১ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর ২০১৫/১৬ তে আবার ডাগ আউটে দেখা গিয়েছিল টিম বিজেএমসি হয়ে শ্রীলঙ্কা জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং কোচকে। বাংলাদেশের সাথে তার বন্ধন টা বেশ পুরনো, তিনি নিজেও বাংলাদেশী ক্লাবের জার্সি গায়ে খেলার পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের এবং জামাল ধানমণ্ডি ক্লাব এবং টিম বিজেএমসির কোচের দায়িত্ব পালন করেছেন। আসন্ন ফুটবল মৌসুমে দেখা যাবে পুলিশ এফ সি হেড কোচ হিসেবে। বলাবাহুল্য পুলিশ কোচ নিকোলাস চলে যাওয়ার পর থেকেই কোচের সন্ধানে ছিলো সার্ভিসেস দলটি। সর্বশেষ তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করেছেন।

Welcome