ইকবাল হাসান: ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় এবার থেকে বিপ টেস্টের বদলে হবে ইয়ো ইয়ো টেস্ট। অপেক্ষাকৃত কঠিন এই ফিটনেস পরীক্ষা চালু হতে যাচ্ছে দেশের ক্রিকেটে। এই ইয়ো ইয়ো টেস্ট জনপ্রিয় হয়েছে ভারতের মাধ্যমে। ভারতীয় অনেক সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটারদেরও এই টেস্টে পাশ করে খেলতে হয়। আর, ফলাফল টেলিভিশনের সামনে! ইতোমধ্যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটের স্কিল ক্যাম্পের প্রথম দিন তরুণ ক্রিকেটাররা দিয়েছেন ইয়ো ইয়ো টেস্ট। শীঘ্রই এই পরীক্ষায় বসতে হবে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদেরও। শুধু ক্রিকেট নয় ফুটবল ও রাগবিতেও এই টেস্টের প্রচলন রয়েছে। ইয়ো ইয়ো টেস্ট আসাতে ক্রিকেটারদের করতে হবে আরো কঠোর পরিশ্রম। ক্রিকেটারদের জন্য এই টেস্টের সুপারিশ করেছে জাতীয় দলের ট্রেনার নিকোলাস ট্রেভর লি। তার পরামর্শেই ইয়ো ইয়ো টেস্ট চালু করা হয়েছে মুশফিক-তামিমদের জন্য। উল্লেখ্য, ইয়ো ইয়ো টেস্টের বেঞ্চমার্ক এক এক দেশে একেক রকম। ভারতে ক্রিকেটারদের ১৬.১ বেঞ্চমার্ক স্পর্শ করতে হয়; যা পাকিস্তানে ১৭.৪, শ্রীলঙ্কায় ১৭.৪ , ইংল্যান্ড ১৯ ও নিউজিল্যান্ডে ১৯।
