শনিবার , এপ্রিল 1 2023
Home / Slide3 / অনির্দিষ্টকালের জন্য নিলাম স্থগিত করলো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড

অনির্দিষ্টকালের জন্য নিলাম স্থগিত করলো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড

ইকবাল হাসান: গত আগস্ট মাসে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হওয়ার কথা থাকলেও নানা প্রতিবন্ধকতায় এখনো মাঠে গড়ায় নি লিগটি। এবার অনির্দিষ্টালের জন্য স্থগিতই হয়ে গেল টুর্নামেন্টের নিলামের সময়। আগস্টের পর ১৪ নভেম্বর শুরু হওয়ার কথা ছিলো কিন্তু সেটা পিছিয়ে ২১ নভেম্বরে নেয়া হয়।কিন্তু এক বিবৃতিতে অনির্দিষ্টকালের জন্য নিলাম পেছানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। কারণ সেই করোনা। দক্ষিন এশিয়ার মধ্যে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে কম শ্রীলঙ্কায়। গত ৬ মাসে করোনার কারনে মারা গেছে ১৩ জন। কিন্তু গত ৭২ ঘন্টায় পরিস্থিতি আশঙ্কাজনক। কলম্বোর কাছেই একটি কারখানায় এক সঙ্গে এক হাজার মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় নড়েচড়ে বসেছে লঙ্কান সরকার। নতুন করে বাড়তে থাকা এই সংক্রমণ কমাতে লকডাউন, স্বাস্থ্যবিধিতে আরও কড়াকড়ি আরোপ করেছে সরকার। সেই কারণেই মূলত এলপিএলের নিলাম পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র এএফপিকে স্বাস্থ্য পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে বলেন ‘স্বাস্থ্য পরিস্থিতির অবনতি হওয়ায় খেলোয়াড় ড্রাফটের অনুষ্ঠানটি আপাতত হবে না। পরিস্থিতি উন্নত হলে প্লেয়ার ড্রাফট আয়োজনের চিন্তা করা হবে।’ উল্লেখ্য, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের নাম আছে এলপিএলের নিলামে।

About Md Shahadat Hossain

Check Also

বাসাতেই থাকছেন মেসি

ইকবাল হাসান: অনেক জল্পনা-কল্পনার পর বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। আগের বেতনের অর্ধেক বেতন অর্থাৎ ৪০০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।