শনিবার , মে 27 2023
Home / Slide3 / ক্রিকেটের জার্সি ছেড়ে এবার সামরিক পোশাকে থিসারা ও চান্দিমাল

ক্রিকেটের জার্সি ছেড়ে এবার সামরিক পোশাকে থিসারা ও চান্দিমাল

ইকবাল হাসান: লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা এবং দীনেশ চান্দিমালের দেখা মিললো সামরিক বাহিনীর পোশাকে। মেজর হিসেবে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তারা। সামরিক দিবস(১০ অক্টোবর) উপলক্ষে এই সম্মানে ভূষিত হন লঙ্কান দুই অভিজ্ঞ খেলোয়াড়। শ্রীলঙ্কার আর্মি কমান্ডারের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে থিসারা এবং চান্দিমালকে মেজর হিসেবে ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেনেন্ট জেনারেল শাভেন্দ্রা সিলভা। থিসারা ও চান্দিমালের কাঁধে সেই অনুষ্ঠানে মেজরের ব্যাজ পড়িয়ে দেন। শাভেন্দ্রা সিলভা। গাজাবা রেজিমেন্টের জন্য মেজর হিসেবে মনোনীত হন থিসারা পেরেরা। অন্যদিকে, লঙ্কার হয়ে প্রথম দিবা-রাত্রির টেস্টে নেতৃত্ব দেয়া চান্দিমালকে নিযুক্ত করা হয়েছে শ্রীলঙ্কা আর্মি অর্ডন্যান্স কর্পস (এসএলএওসি) রেজিমেন্টে। উল্লেখ্য, নির্দিষ্ট অঞ্চলে ক্রিকেটের উন্নয়নের জন্য এই সম্মান দেয়া হয়েছে তাকে।

About Md Shahadat Hossain

Check Also

বাসাতেই থাকছেন মেসি

ইকবাল হাসান: অনেক জল্পনা-কল্পনার পর বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। আগের বেতনের অর্ধেক বেতন অর্থাৎ ৪০০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।