হঠাৎ করে শ্রীলঙ্কার সাথে সিরিজ বাতিল হওয়ার কারনে বাংলেদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের পার্ফমেন্স ও ফিটনেস ধরে রাখার জন্য তিনটি দল নিয়ে ওয়ান-ডে সিরিজের আয়োজন করেন। সেই সব দলে জায়গা করে নেন বাংলাদেশের অনেক উদীয়মান খেলোয়াড়! বর্তমান পরিস্থিতিতে এধরনের উদ্যোগ বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্ব। তিনটি দলে মোট খেলোয়াড়ের সংখ্যা ৪৫ জন কিন্তু দুঃখের বিষয় এই ৪৫ জনের দলে জায়গা হলো না বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় মোহাম্মদ আশরাফুলের! বর্তমানে মোহাম্মদ আশরাফুল নিজেকে ফিট রাখতে নিয়মিত জিমে সময় দিচ্ছে এবং বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়ার জন্য প্রতিনিয়ত নিজের পার্ফমেন্স দিকে মনোযোগী হচ্ছে! কিন্তু তার মাঠে নামার কোন সুযোগই দিচ্ছে না বিসিবি! কেন এমন হচ্ছে মোহাম্মদ আশরাফুলের সাথে জানতে চায় তার ভক্তরা! কি কারনে এই টুর্ণামেন্টে ডাক পেলেন না মোহাম্মদ আশরাফুল?
