শনিবার , এপ্রিল 1 2023
Home / Slide2 / ব্রাজিলের কাছে পাত্তাই পেলো না বলিভিয়া

ব্রাজিলের কাছে পাত্তাই পেলো না বলিভিয়া

ইকবাল হাসান: আন্তর্জাতিক বিরতি আর করোনা মহামারী ভাইরাসের কারনে এক বছর পর ব্রাজিল দল মাঠে নামলেও তার ছিটে ফোটাও নেই তাদের পারফরমেন্সে। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে উড়ন্ত সূচনা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শুরুর আগে নেইমারকে নিয়ে শঙ্কা থাকলেও শঙ্কা কাটিয়ে মাঠে নেমেছেন বলিভিয়ার সাথে। গোল করতে পারেন নি কিন্তু করিয়েছেন দুই গোল। ব্রাজিলের পাঁচ গোলের দুটি করেছেন রবের্তো ফিরমিনো। একটি করে করেছেন মার্কিনিয়োস ও ফিলিপে কুতিনহো। অন্যটি আত্মঘাতি। সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামে ব্রাজিলের পায়ে বল ছিল ৬৯ শতাংশ। স্বাগতিকরা শট নিয়েছে ১৭টি, তার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্য দিকে, সফরকারী দল বলিভিয়া একবার মাত্র পৌঁছাতে পেরেছেন ব্রাজিলের গোলরক্ষককে সামনে। ১৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে দানিলোর মাপা ক্রসে লাফিয়ে হেড করে ব্রাজিলকে এগিয়ে নেন মার্কিনিয়োস। ১৭ মিনিটে গোল পেতে পারতেন নেইমার। কিন্তু কুতিনহোর পাসে শেষ মুহূর্তে পা ঠেকাতে পারেননি তিনি। ২৮ মিনিটে কুতিনহোর শট গোলরক্ষকের হাতে লেগে ফিরে এলেও তার দুই মিনিটের মাথায় দ্বিতীয় গোল পায় ব্রাজিল। ৩৯ মিনিটে ফ্রী-কিক পেয়েও কাজে লাগাতে পারেনি বলিভিয়া। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ফিরমিনো গোল করেন নেইমারের পাসে। এর দশ মিনিট পর নেইমারের দারুন একটি শট গোল বারের উপর দিয়ে চলে যায়। ৬৬ মিনিটে নেইমারের কাছ থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে নিজেই বল জড়িয়ে দেন বলিভিয়া ডিফেন্ডার কারাসকা। ৭৩ মিনিটে নেইমারের পাসে ও কুতিনহোর হেডে সাবলীল একটি গোল পায় ব্রাজিল। ১৬ মিনিট থেকে ৭৩ মিনিট পুরো ম্যাচ জুড়ে ছিলো নেইমার। প্রথম আক্রমনটাও তিনি করেছেন, যদিও গোল শূন্য শেষ করতে হয় ম্যাচ। উল্লেখ্য, বুধবার আরেক বাছাই পর্বের ম্যাচ খেলতে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।

About Md Shahadat Hossain

Check Also

ডোনারুমা এখন পিএসজিতে

ইকবাল হাসান: ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কার যেটা ইতালির গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমা যোগ দিলেন পিএসজিতে। তার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।