ইকবাল হাসান:
দীর্ঘ বিরতির পর মাঠে ক্রিকেট ফেরানো ছাড়াও আরো একটি অভিনব উদ্যোগ নিয়েছে বিসিবি।
প্রেসিডেন্ট কাপে আজ রোববার (১১ অক্টোবর) মাহমুদউল্লাহ একাদশ এবং শান্ত একাদশের ম্যাচ দিয়ে শুরু হয়েছে টুর্নামেন্টটি। এই ম্যাচের আগে গেল কয়েক মাসে করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সম্মানার্থে এক মিনিট নীরবতা পালন করেছে টাইগাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টুর্নামেন্ট শুরুর ঘোষণা দেয়ার পর এক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় গোটা মিরপুর স্টেডিয়াম।
মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে বিশ্বব্যাপী মারা গেছেন অসংখ্য মানুষ। বাংলাদেশরও অনেক বরেণ্য, সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন এই করোনায়। আর তাঁদের প্রতি সম্মান জানাতেই বিসিবির এই উদ্যোগ।
উল্লেখ্য, প্রেসিডেন্ট’স কাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে বিসিবির ফেসবুক পেজে। একই সঙ্গে ইউটিউবেও দেখা যাবে টুর্নামেন্টের সবগুলো খেলা।