টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০ হাজার রানের মাইলফলকে মালিক
ইকবাল হাসান:
আইপিএলের এই মৌসুমে সবাই আইপিএল নিয়ে মেতে থাকলেও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রবেশ করেছেন ১০ হাজার রানের মাইলফলকে।
নিজ দেশের ন্যাশনাল কাপ টি-টোয়েন্টিতে এ ইতিহাস গড়েন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে ন্যাশনাল কাপ টি-টোয়েন্টি আয়োজন করেছে। সেখানে প্রথমদিকে ভালো না করলেও ষষ্ঠ ম্যাচে পেয়েছেন ফিফটির দেখা, গড়েছেন ইতিহাস।
দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ম্যাচসংখ্যা ৪০০ ছোঁয়ার আগেই দশ হাজারের ক্লাবে প্রবেশ করলেন মালিক। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বে যা তৃতীয় এবং এশিয়ায় প্রথম। তার আগে কুড়ি ওভারের ক্রিকেটে ১০ হাজার রান করেছেন ক্রিস গেইল ও কাইরন পোলার্ড।
শনিবার বেলুচিস্তানের বিপক্ষে ম্যাচে ৭৪ রান করলেও ৪৭তম রান করার সময় তিনি এই রেকর্ডের মালিক হন। সে ইনিংসে ৭৪ রান করেন ৮ চার ও ২ ছয়ে। বর্তমানে ৩৯৫ ম্যাচে তার সংগ্রহ ১০০২৭ রান, সেঞ্চুরি নেই তবে ফিফটি করেছেন ৬২ বার।
টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক:
১/ ক্রিস গেইল: ৪০৪ ম্যাচের ৩৯৬ ইনিংসে ১৩২৯৬ রান, সর্বোচ্চ ১৭৫*
২/ কাইরন পোলার্ড: ৫১৮ ম্যাচের ৪৬২ ইনিংসে ১০৩৭০ রান, সর্বোচ্চ ১০৪
৩/ শোয়েব মালিক: ৩৯৫ ম্যাচের ৩৬৮ ইনিংসে ১০০২৭ রান, সর্বোচ্চ ৯৫*
৪/ ব্রেন্ডন ম্যাককালাম: ৩৭০ ম্যাচের ৩৬৪ ইনিংসে ৯৯২২ রান, সর্বোচ্চ ১৫৮*
৫/ ডেভিড ওয়ার্নার: ২৮৮ ম্যাচের ২৮৭ ইনিংসে ৯৫০৩ রান, সর্বোচ্চ ১৩৫*
উল্লেখ্য, খুব শীঘ্রই ১০ হাজার রানের ক্লাবে ঢুকার মত কেউ নেই এই মুহূর্তে। কাছাকাছি থাকা ডেভিড ওয়ার্নারের মোট রান ৯৫০৩; অর্থাৎ আরও প্রায় পাঁচশ রান করতে হবে তাকে। এছাড়া ৯৯২২ রান করে অবসর নিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম।