রবিবার , এপ্রিল 2 2023
Home / Slide3 / ধোনির কন্যাকে হুমকি দেয়া সেই কিশোর গ্রেপ্তার

ধোনির কন্যাকে হুমকি দেয়া সেই কিশোর গ্রেপ্তার

ইকবাল হাসান:

৩ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে নিয়ে সুবিধা করতে পারছে না মহেন্দ্র সিং ধোনি। এবারের আইপিএলে তার দল রয়েছে সবার তলানিতে। ৮ দলের টুর্নামেন্টে তাদের অবস্থান ৬। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৫টিতেই হেরেছে ধোনির দল।

এরকম হারের পর চেন্নাই ভক্তদের সমালোচনা নানারকম সমালোচনা সহ্য করতে হচ্ছে। তবে, এবার একেবারে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে ধোনিকে। ম্যাচ হারের জন্য ধোনির ছোট্ট শিশুকন্যাকে ধর্ষণের হুমকি দেয় উগ্র সমর্থকরা। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ হেরে যাওয়ার পর এই হুমকি দেয়া হয়।

ধোনির কন্যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ওই হুমকি দেয় ১৬ বছরের এক কিশোর। তবে এমন ঘৃণিত কাজ করে মাত্র তিনদিনের মধ্যে ধরা পড়েছেন পুলিশের হাতে।

উল্লেখ্য, জিভাকে ধর্ষণ হুমকি দেয়া সেই ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। শিগগিরই তাকে রাঁচি পুলিশের কাছে হস্তান্তর করা হবে। হুমকি দেয়া সেই কিশোর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ হুমকির মন্তব্যের কথা স্বীকার করেছে সেই কিশোর। তবে কিশোর আইনে তার বিচার হবে বলে জানিয়েছে পুলিশ।

About Md Shahadat Hossain

Check Also

বাসাতেই থাকছেন মেসি

ইকবাল হাসান: অনেক জল্পনা-কল্পনার পর বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। আগের বেতনের অর্ধেক বেতন অর্থাৎ ৪০০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।