মোহাম্মদ মাসুমঃ
কাতার ২০২২ বিশ্বকাপ কে সামনে রেখে চলছে বাছাই প্রক্রিয়া। ১৪ অক্টোবর রাত ২টায়( বাংলাদেশ সময়) মাঠে নামছে বলিভিয়া বনাম আর্জেন্টিনা।
আর্জেন্টিনা নিজেদের ১ম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পায়। অপরদিকে বলিভিয়া ব্রাজিলের বিপক্ষে ৫-০ গোলে পরাজিত হয়।
বলিভিয়াকে অতিত ইতিহাস এগিয়ে রাখছে।
২০১০ বিশ্বকাপ বাছাই-পর্বে ৬-০ গোলে বিশাল জয় পায় বলিভিয়া।
২০১৪ বিশ্বকাপ বাছাই-পর্বে ১-১ গোলে ড্র হয়।
২০১৮ বিশ্বকাপ বাছাই-পর্বে ২-০ গোলের জয় পায়। উল্লেখ সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উঁচু লা পাজে বলিভিয়ার ইস্তাডিও হেরানদু সিলস স্টেডিয়ামে ম্যাচ গুলা অনুষ্ঠিত হয়েছিল।