সোমবার , মার্চ 27 2023
Home / Slide1 / করোনায় আক্রান্ত সিআর সেভেন

করোনায় আক্রান্ত সিআর সেভেন

ইকবাল হাসান:

পর্তুগাল ফুটবল ফেডারশন ‘আক’ আনুষ্ঠানিক বার্তায় ক্রিশ্চিয়ানো রোনালদোর করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছে।

আপাতত সেলফ আইসোলেশনে আছেন, পর্তুগাল ক্যাম্প ছেড়ে এসছেন নিজের বাসায়। এই মুহূর্তে রোনালদো শারীরিকভাবে সুস্থ আছেন ও কোনো উপসর্গ নেই বলেই জানিয়েছে পর্তুগাল ফেডারেশন।

রোনালদোর করোনা পজেটিভ আসলেও পর্তুগালের অন্য ফুটবলারদের সবার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে ফেডারেশন। এদিকে, নেশনস লিগের ম্যাচে বুধবার সুইডেনের সঙ্গে খেলবে পর্তুগাল।

উল্লেখ্য, গত রোববার ইউয়েফা নেশন্স লিগের ম্যাচে রোনালদো পর্তুগালের হয়ে নেমেছিলেন ফ্রান্সের বিপক্ষে।

About Md Shahadat Hossain

Check Also

ডোনারুমা এখন পিএসজিতে

ইকবাল হাসান: ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কার যেটা ইতালির গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমা যোগ দিলেন পিএসজিতে। তার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।