ইকবাল হাসান:
এবারে আইপিএলে সব দল নিজেদের কোটার অর্ধেক ম্যাচ খেলে ফেললেও ‘ইউনিভার্সাল বস’ তথা গেইল এখনো মাঠে নামেন নি।
খাদ্যে বিষক্রিয়ার কারণে পেটের পীড়ায় আক্রান্ত হন মারকুটে গেইল। আর তাই এত দিন মাঠে নামতে পারেননি তিনি। তবে ভক্তদের অপেক্ষার পালা শেষ। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠ মাতাতে যাচ্ছেন এই বিধ্বংসী ওপেনার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত গেইল। ইতিমধ্যে, হাসপাতাল থেকে ফিরে অনুশীলনও শুরু করে দিয়েছেন গেইল।।
খাদ্যে বিষক্রিয়া ও গেইলের অসুস্থ হওয়া নিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব নিজেদের ওয়েবসাইটে বলেন, ‘খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে হওয়া পেটের পীড়ার কারণে হাসপাতালে পর্যন্ত থাকতে হয়েছিল গেইলকে। তবে এখন পুরোপুরি সুস্থ তিনি। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ফিরেছেন টিম হোটেলে।’
উল্লেখ্য, ৭ ম্যাচে ৬ হারে দল যখন পয়েন্ট টেবিলের তলানিতে, ঠিক তখনি গেইলের মতো বিশ্বতারকার অন্তর্ভুক্তি বাড়তি অনুপ্রেরণা জাগাবে সমর্থকদের।