সোমবার , মার্চ 27 2023
Home / Health / লন্ডন ম্যারাথনের ভার্চুয়াল আসর!

লন্ডন ম্যারাথনের ভার্চুয়াল আসর!

ইকবাল হাসান:

লন্ডন ম্যারাথনের ৪০ তম আসর লন্ডনের ট্র্যাকে নয়, ভার্চুয়ালি আয়োজন করা হয়েছে এবারের আসর। এর মধ্যে এক দফা পিছানোও হয়েছিলো কিন্তু ট্র্যাকে আয়োজন করা যায় নি।

ভার্চুয়াল এই আসরে এবার ১০৯ টি দেশের মোট ৪৫ হাজার প্রতিযোগী অংশ নেন। শুধু পেশাদার ও বিখ্যাতরাই নয়, অংশ নিয়েছেন অপেশাদাররাও।

বিখ্যাত এই লন্ডন ম্যারাথনের প্রতিবছর এপ্রিলে এর আসর বসে যুক্তরাজ্যের লন্ডনে। এবার করোনা মহামারীর কারণে তা পিছিয়ে নেয়া হয়েছে অক্টোবরে। করোনার জন্য অন্যবারের মত নয় কিন্তু নতুন আঙ্গিকে আয়োজন করা হয়েছে এবারের বার্ষিক এই ম্যারাথন। প্রতিবছর বিখ্যাত বিখ্যাত অ্যাথলেট ও দৌড়বিদরা অংশ নিলেও
এবার ভার্চুয়ালি এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অপেশাদাররাও। এই যেমন জেমস ওয়েলির কথাই ধরা যাক। অপেশাদার হয়েও লন্ডন ম্যারাথনে অংশ নিয়েছেন। নিজ ক্লাবের মাঠেই দৌড়েছেন।

ভার্চুয়াল লন্ডন ম্যারাথন রানার জেমস ওয়েলি ভার্চুয়ালি হওয়া নিয়ে বলেন, ‘এই ম্যারাথনটা শেষ পর্যন্ত হয়েছে তা ভাবতেই ভালো লাগছে। ট্রেনিং করতে হয়েছে অনেক ভার্চুয়ালি এতে অংশ নেয়ার জন্য। একটু অসুবিধা হলেও শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে তাতেই আমি খুশি।’

ওয়েলির মত এবার ভার্চুয়াল লন্ডন ম্যারাথনে অংশ নিয়েছেন ক্রিস ফিনিল। ৬১ বছর বয়সী ক্রিস বৃষ্টি বাতাস উপেক্ষা করেই মোটর রেসের ট্র্যাকে দৌড়েছেন। সেই সাথে টানা ৪০ বারের মত লন্ডন ম্যারাথনে নিজের অংশগ্রহণটা স্মরণীয় করে রেখেছেন। ভার্চুয়ালি ম্যারাথনে অংশ নেয়াটা বেশ ভালোভাবেই উপভোগ করেছেন ক্রিস।

ভার্চুয়াল লন্ডন ম্যারাথন রানার ক্রিস ফিনিল বলেন, ‘ভার্চুয়ালি লন্ডন ম্যারাথনে অংশ নেয়াটা একেবারেই ভিন্ন ধরনের এক অভিজ্ঞতা আমার কাছে। শুধু আমি কেন? আমার মনে হয়, সবার জন্যই এটা অন্যরকম এক অভিজ্ঞতা। তবে, আমি মনে করি এই দিনটা সারাজীবন আমাদের সবার স্মরণীয় হয়ে থাকবে। সবার ওপর একটা ইতিবাচক প্রভাব পড়বে।’

উল্লেখ্য, এবার প্রতিযোগীদের পাড় করতে হয়েছে ২৬ দশমিক ২ মাইলের কোর্স।

About Md Shahadat Hossain

Check Also

ফুটবলের মতো ক্রিকেটেও মাঠে জ্ঞান হারালেন দুই নারী ক্রিকেটার

ইকবাল হাসান: ফুটবলের পর এবার ক্রিকেটেও একই ঘটনা। ইউরো অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিলেন তেমনি লুটিয়ে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।