মঙ্গলবার , মে 30 2023
Home / Slide3 / মুত্তিয়া মুরালিধরনের চরিত্রে বিজয় সেতুপতি

মুত্তিয়া মুরালিধরনের চরিত্রে বিজয় সেতুপতি

ইকবাল হাসান:

লঙ্কান স্পিনার মুরালিরধরনের অনন্য এই অর্জনের গল্প নিয়ে এবার নির্মিত হচ্ছে বায়োপিক ‘৮০০’।টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ ৮০০ উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন। আর তাই, কিংবদন্তি এই স্পিনারের টেস্ট ক্যারিয়ারের উইকেট সংখ্যার ওপর ভিত্তি করে এই নাম রাখা হয়েছে।

এই চলচ্চিত্রে মুরালিধরনের চরিত্রে অভিনয়ের জন্য মুরালিধরন নির্বাচিত করেছে বিজয় সেতুপতিকে। তবে, এই সিনেমায় মুরালিধরনের স্ত্রীর ভূমিকায় কে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
এই সিনেমার পরিচালনায় আছেন এম এস শ্রিপাঠী, আর প্রযোজক প্রতিষ্ঠান হিসেবে থাকছে মুভি ট্রেইন মোশন পিকচার্স এবং ডার মোশন পিকচার্স।

এই সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে ২০২১ সালের প্রথম দিকে দক্ষিণ ভারতের তামিল সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। স্বয়ং মুক্তি পাবে ওই বছরের শেষের দিকে। সিনেমার ভাষা তামিল হলেও অন্য ভাষাতেও ডাবিং করা হবে। সিনেমার দৃশ্যধারণ হবে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ডসহ আরও কয়েকটি দেশে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার হয়ে ১৩৩ টেস্ট আর ৩৫০ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন মুরালিধরন। সাদা পোশাকে ৮০০ আর ওয়ানডেতে ৫৩৪ উইকেট শিকার করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি।

About Md Shahadat Hossain

Check Also

টোকিও অলিম্পিকে ভালো করবে বাংলাদেশ; ক্রীড়া প্রতিমন্ত্রী

আসন্ন টোকিও অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটরা ভালো ফলাফল অর্জন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যুব …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।