সোমবার , মার্চ 27 2023
Home / Slide3 / আইপিএলে যাওয়ার আগে প্রথম টেস্টে উত্তরে গেলেন সালমা-জাহানারা

আইপিএলে যাওয়ার আগে প্রথম টেস্টে উত্তরে গেলেন সালমা-জাহানারা

ইকবাল হাসান:

নারী ক্রিকেট দলের সাত ক্রিকেটার ও কোচ, ফিজিওসহ মোট ১০ জন গতকাল হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় অনুশীলনে নামার আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। এক দিন পর করোনার পরীক্ষার ফলাফল থেকে জানা গিয়েছে সকলে পরীক্ষায় উতরে গেছেন।

এ খবর নিশ্চিত করেছেন বিসিবির উইমেনস উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ।

আইপিএলের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে দুই টাইগ্রেস জাহানারা আলম ও সালমা খাতুনের এটাই ছিলো প্রথম করোনা পরীক্ষা। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ভ্রমনের ৭২ ঘণ্টা আগে অর্থাৎ ১৯ অক্টোবর।

লাল সবুজের নারী দলের এই দুই সদস্য ৪ থেকে ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ তথা মেয়েদের আইপিএলে খেলবেন। পেসার জাহানারা খেলবেন তার আগের বছরের দল ভেলোসিটির হয়ে। আর সালমা খাতুন খেলবেন সুপারনোভাস ট্রেইলব্লেজার্সের হয়ে হয়ে।

উল্লেখ্য, জাহানারা-সালমা ছাড়াও মিরপুরে অনুশীলন চালিয়ে যাওয়া বাকি পাঁচ ক্রিকেটার নাহিদা আক্তার, শামামী সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল ও রাবেয়া খান নেগেটিভ হয়েছেন।

About Md Shahadat Hossain

Check Also

বাসাতেই থাকছেন মেসি

ইকবাল হাসান: অনেক জল্পনা-কল্পনার পর বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। আগের বেতনের অর্ধেক বেতন অর্থাৎ ৪০০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।