ইকবাল হাসান:
কলকাতা নাইট রাইডার্স তাদের আট নম্বর ম্যাচে
অধিনায়ক দিনেশ কার্তিকের পরিবর্তে ইয়ান মর্গানকে অধিনায়ক করে মাঠে নামার ঘোষণা দিয়েছে।
এই আইপিএলে সুবিধাজনক অবস্থানে নেই কলকাতা। সাত ম্যাচের তিনটিতে হার! দলগত ব্যর্থ হওয়ার পাশাপাশি খেলোয়াড় হিসেবেও ব্যর্থ দিনেশ কার্তিক। সাত ম্যাচে তার রান মাত্র ১০৮। ফলে, কার্তিকের ছাঁটাইয়ের ব্যাপারটা অনেকটাই পাকাপোক্ত হয়ে গিয়েছিলো। কলকাতার সাবেক অধিনায়ক গম্ভিরের কথায় সেটা আরেকটু সামনের দিকে এগুলো।
কলকাতা কার্তিকের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ব্যাপারে এক বিবৃতিতে বলেন, ‘কার্তিকের মতো একজনকে অধিনায়ক হিসেবে পেয়েছিলাম বলে আমরা নিজেদের ভাগ্যমান মনে করছি। তিনি সব সময়ই দলকে সবার উপরে স্থান দিয়েছেন। তার মতো ক্রিকেটারের জন্য নিজ থেকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া অনেক বড় ব্যাপার। আমরা তার সিদ্ধান্তে আশ্চর্য হয়েছি। তবে এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা আছে আমাদের।’
বিবৃতিতে মর্গানের অধিনায়ক হওয়া নিয়ে বলা হয়েছে, ‘ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গানকে নতুন অধিনায়ক হিসেবে পেয়েও আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। দিনেশ কার্তিক ও আগে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা মর্গান একসঙ্গে দারুণ কাজ করেছেন। যদিও মর্গান এখন নেতা, কিন্তু এ ব্যাপারটি আক্ষরিক অর্থেই দায়িত্বের হাত বদল।’