ইকবাল হাসান:
অন্যান্য ক্লাবের মতো ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসও বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে করোনার জন্য।
য়্যুভেন্তাসের এই ক্ষতির পরিমাণ ৮৯ দশমিক ৭ মিলিয়ন ইউরো। গত জুন পর্যন্ত অর্থ বছরে য়্যুভেন্তাসের এই আর্থিক ক্ষতি হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে খোদ ইতালিয়ান লিগ চ্যাম্পিয়নরা।
তুরিনে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সাধারণ সভায় ক্লাব সভাপতি আন্দ্রেয়া আগনেলির সভাপতিত্বে এই তথ্য জানানো হয়। গতবারের তুলনায় য়্যুভেন্তাসের এবারের ঘাটতি ৩৯ দশমিক ৯ মিলিয়ন ইউরো। এ সময় ক্লাবটির নতুন কাঠামোর ঘোষণা দেয়া হয়।
২০২০ এর ৩০ জুন পর্যন্ত আয় ব্যয়ের হিসাব অনুমোদন করেছে সাধারণ শেয়ারধারীরা।
উল্লেখ্য, শেয়ার প্রিমিয়াম রিজার্ভ থেকে এই ঘাটতি পূরণ করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে সভায়।