ইকবাল হাসান:
ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিম করার বিষয়টি অত্যাবশ্যক। তবে এই জিমের কোনো ব্যবস্থাই নেই ফুটবল ফেডারেশনে। ক্যাম্প শুরু হলে বিভিন্ন জিমনেশিয়াম ভাড়া করে কাজ চালায় বাফুফে। তবে এবার আশার বাণী শোনালেন বাফুফে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
তিনি আশ্বাস দিয়েছেন আগামী ছয় মাসের মধ্যে অত্যাধুনিক জিম তৈরি করা হবে। প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই বিষয়ে বলেন, ‘সম্প্রতি দেশের প্রত্যেকটি জেলা ও বিভাগীয় পর্যায়ে জিমনেশিয়াম তৈরি উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।ফুটবল ফেডারেশন চাইলে এ বিষয়ে সহায়তা করতে রাজি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে বাফুফে এখনও কোনো আবেদন করেনি।’
জিম তৈরি করার প্রতিশ্রুতি অনেক আগের হলেও ৩ অক্টোবরের নির্বাচনে আবারো ফিরেছে পুরনো ওয়াদা। ন্যাশনাল টিমস কমিটি চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমোদের ফেডারেশনের জন্য আলাদা একটি জিমনেশিয়াম তৈরির কাজ শুরু করতে চাই। যেখানে সব খেলোয়াড় নিজেদের ফিটনেস ধরার কাজটি করতে পারবে।’
দেশের ফুটবলের ভোল পাল্টে দিতে এবার বেশ প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান কমিটি। তা কতটা কার্যকর হবে, এর নমুনা মিলবে শিগগিরই। কেননা জিম নির্মাণের প্রতিশ্রুতির ডেডলাইনটা যে ছয় মাসের!