ইকবাল হাসান:
আইপিএলের চলতি আসরে খারাপ যাচ্ছে ধোনির সময়। না অধিনায়ক হিসেবে না ব্যাটসম্যান হিসেবে কোথাও ঠিক মতো মেলে ধরতে পারছেন না নিজেকে। তবে, দলকে জেতাতে না পারলেও নিজের ব্যক্তিগত রেকর্ড ঠিকই গড়ছেন ধোনি।
সোমবার (১৯ অক্টোবর) রাজস্থান রয়্যালসের বিপক্ষে আসরের দশম ম্যাচে নামে চেন্নাই আর ধোনি আইপিএলের প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেন। এখন পর্যন্ত বিশ্বের আর কোনো ক্রিকেটার আইপিএলে ২০০ ম্যাচ খেলার কৃতিত্ব দেখাতে পারেননি। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর থেকে চলতি আসর পর্যন্ত প্রতিটি মৌসুমে খেলেছেন ধোনি।
১০ ম্যাচে ৩ জয় নিয়ে তলানিতে আছে চেন্নাই। সোমবারের ম্যাচেও তারা হেরেছে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৭ উইকেটে হেরে গেছে চেন্নাই। চেন্নাইয়ের দেয়া ১২৫ রানের টার্গেটকে ১৫ বল হাতে রেখে সহজেই উতরে যায় রাজস্থান।
উল্লেখ্য, চেন্নাইয়ের হয়ে ১৭০টি এবং রাইজিং পুনের হয়ে ৩০টি ম্যাচ খেলেছেন ধোনি। তবে ধোনির পর দ্বিতীয় অবস্থানে আছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। এখন পর্যন্ত রোহিত খেলেছেন ১৯৭টি ম্যাচ।