ইকবাল হাসান:
মেয়েদের আইপিএলে অংশ নিতে সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনন্স যোগে আরব আমিরাতের পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই অভিজ্ঞ সদস্য সালমা খাতুন ও জাহানারা আলম।
বুধবার (২১ অক্টোবর) এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।
এবারের মেয়েদের আইপিএলে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি দলপতি সালমা খাতুন খেলবেন সুপারনোভাস ট্রেইলব্লেজার্সের হয়ে। আর জাহানারাকে দেখা যাবে ভেলোসিটির জার্সি গায়ে।
উল্লেখ্য, জাহানারা অবশ্য গত আসরেও ভেলোসিটির জার্সি গায়ে খেলেছিলেন।