ইকবাল হাসান:
২০০৩ সালে যাত্রা করা প্রথম ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্সের গত বুধবার গিয়েছে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সময় পথ চলা শুরু হয়েছিলো বেঙ্গল টাইগার্সের। তারপর দেশ থেকে দেশের গন্ডি পেরিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিতে তারা চলে গিয়েছেন বিভিন্ন ভেন্যুতে।
শুধু সমর্থন দিতেই থেমে থাকে নি বেঙ্গল টাইগার্স।
ক্রিকেটের নানামুখি কর্মকান্ডেও বেঙ্গল টাইগার্স রেখেছে ভূমিকা। বর্ষসেরা ক্রিকেটার প্রবর্তন করে সেরা ক্রিকেটারকে পুরষ্কৃত করেছে বেঙ্গল টাইগার্স। ২০০৮ সাল থেকে বাংলাদেশের ক্রিকেটের সারা বছরের কর্মকান্ড প্রচারে প্রকাশ করেছে ইয়ার বুক।
এছাড়া, ২০০৮ সালে নিউজিল্যান্ডের ডানেডিনে বাংলাদেশের ৫০তম টেস্ট এবং ২০১৭ সালে কলোম্বোর পি.সারা ওভালে বাংলাদেশের ১০০তম টেস্ট ভেন্যুতে বসে অধিনায়কের হাতে বিশেষ স্মারক তুলে দিয়ে উদযাপন করেছে বেঙ্গল টাইগার্স।
বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট দেয়া, কৃতি খেলোয়াড়, আম্পায়ারদের সম্মাননা দেয়া ছাড়াও মানবিক কর্মকান্ডেও এগিয়ে এসেছে বেঙ্গল টাইগার্স। জাতীয় দলের ক্রিকেটারদের সম্পৃক্ত করে বন্যাদূর্গতদের পাশে দাঁড়িয়েছে। করোনাকালে দুঃস্থদের খাদ্য সহায়তাও দিয়েছে বেঙ্গল টাইগার্স।
করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে ক্ষুদ্র পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটি। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ রুবেলের উদ্যোগে বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং বাংলাদেশের ক্রিকেট বিবর্তনের স্বাক্ষী আরিফুর রহমান বাবুর হাত দিয়ে কেক কেটে বেঙ্গল টাইগার্স প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বেঙ্গল টাইগার্সের কনভেনর গোলাম ফারুক ফটিক, সদস্য আসাদুজ্জামান শাহীন, শামীম চৌধুরী এবং অনিমেষ দাস ছিলেন এ সময়ে উপস্থিত।