ইকবাল হাসান:
বুধবার(২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম একাদশের পেসার সাইফুদ্দিন ব্যক্তিগত উইকেট সংগ্রহে মাহমুদুল্লাহ একাদশের রুবেল হোসেনকে টপকে গিয়েছে।
৪ ম্যাচ খেলে রুবেল হোসেন সংগ্রহ করেছে ১০ টি উইকেট। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ খেলে সাইফুদ্দিন নিয়েছেন ১২ টি উইকেট।
আজকের ম্যাচে ৮.৩ ওভারে মাত্র ২৬ রানের বিনিময়ে সাইফুদ্দিন তুলে নিয়েছেন ৫ টি উইকেট সাথে একটি মেডেন ওভার। শীর্ষ উইকেট নেয়ার তালিকায় শুধু পেসারদের জয়জয়কার। সাইফুদ্দিন, রুবেল এর পর তৃতীয় স্থানেও আরকে পেসার মুস্তাফিজুর রহমান। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দুজন বোলার হলো এবাদত হোসেন, আল-আমিন হোসেন।
উল্লেখ্য, আজ বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে সাইফউদ্দিনের দাপুটে বোলিংয়ে ৩৮.৩ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় শান্ত একাদশ।