শনিবার , এপ্রিল 1 2023
Home / Slide3 / রুবেলকে টপকে সাইফুদ্দিন প্রথম

রুবেলকে টপকে সাইফুদ্দিন প্রথম

ইকবাল হাসান:

বুধবার(২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম একাদশের পেসার সাইফুদ্দিন ব্যক্তিগত উইকেট সংগ্রহে মাহমুদুল্লাহ একাদশের রুবেল হোসেনকে টপকে গিয়েছে।

৪ ম্যাচ খেলে রুবেল হোসেন সংগ্রহ করেছে ১০ টি উইকেট। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ খেলে সাইফুদ্দিন নিয়েছেন ১২ টি উইকেট।

আজকের ম্যাচে ৮.৩ ওভারে মাত্র ২৬ রানের বিনিময়ে সাইফুদ্দিন তুলে নিয়েছেন ৫ টি উইকেট সাথে একটি মেডেন ওভার। শীর্ষ উইকেট নেয়ার তালিকায় শুধু পেসারদের জয়জয়কার। সাইফুদ্দিন, রুবেল এর পর তৃতীয় স্থানেও আরকে পেসার মুস্তাফিজুর রহমান। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দুজন বোলার হলো এবাদত হোসেন, আল-আমিন হোসেন।

উল্লেখ্য, আজ বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে সাইফউদ্দিনের দাপুটে বোলিংয়ে ৩৮.৩ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় শান্ত একাদশ।

About Md Shahadat Hossain

Check Also

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।