সোমবার , মার্চ 27 2023
Home / Slide4 / মাঠে ফেরা নিয়ে সংশয় মাশরাফি-মুশফিকের

মাঠে ফেরা নিয়ে সংশয় মাশরাফি-মুশফিকের

ইকবাল হাসান:

করোনা পরবর্তী সময়ে মাঠে ফেরার জন্য রানিং শুরু করেছিলেন মাশরাফি। কিন্তু রানিং করতে গিয়েই পড়েন হ্যামস্ট্রিং ইনজুরিতে।

অন্যদিকে, আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকও ইনজুরিতে। কতটা আঘাত পেয়েছেন বা এর ভবিষ্যৎ কী তা নির্ভর করছে ফিজিওর পরবর্তী রিপোর্টের ওপর।

মাশরাফীর ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘সরাসরি দেখতে পারিনি। ফোনে কথা হয়েছে। মাশরাফীর একটা স্ক্যানিং করতে হবে। ও আমাকে যেটা বলেছে, রানিং করতে গিয়ে ব্যথা পেয়েছে। হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছে ৫ দিন আগে। প্রথম ৩-৪ দিন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ওষুধ, বরফ যা যা করতে হয় করেছে। এখন যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে স্ক্যান করতে হবে। তারপর আমরা একটা প্ল্যান করতে পারব।’

অন্যদিকে মুশফিকের ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘টিম ফিজিও আমাকে যে রিপোর্টটা দিয়েছে, নাথিং সিরিয়াস। প্রাথমিক চিকিৎসা চলছে। আমরা বলেছি, যদি মেডিকেল সাপোর্ট দরকার হয় তাহলে আমাদের জানাতে। কিন্তু এখনও কিছু জানায়নি। আমরা এখন অপেক্ষা করছি। যেহেতু বায়ো-সিকিউর-বাবল আমরা তো ওখানে ঢুকতে পারছি না। আমাদের সব বাইরে থেকে করতে হচ্ছে।’

About Md Shahadat Hossain

Check Also

নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদের জন্য প্রার্থনা রাবাদার

ইকবাল হাসান: পবিত্র রমজান মাসে ইসরাইলি দখলদার বাহিনীর নির্মমতার শিকার ফিলিস্তিনের জনগণ। এখন পর্যন্ত ৩৬ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।