ইকবাল হাসান:
সানজিদা, আঁখি, মনিকারা গত কয়েকবছর ধরে বিশ্ব অঙ্গনে উড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের পতাকা। করোনার কারনে বন্ধ থাকা নারীদের বিভিন্ন টুর্নামেন্ট আবার আলোর মুখ দেখছে। আগামী বছর এএফসির বেশ কিছু টুর্নামেন্ট রয়েছে। এর জন্য নারীদের ক্যাম্প চালু করেছে ফুটবল ফেডারেশন।
৭ নভেম্বর মাঠে গড়াবে করোনায় বন্ধ হয়ে যাওয়া পেশাদার নারী ফুটবল লিগ। তবে তার আগেই বয়সভিত্তিক টুর্নামেন্ট জেএফএ কাপ আয়োজনের পরিকল্পনা নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এপ্রিলে যে বয়সভিত্তিক যে লিগগুলো করে থাকি সেগুলো করোনার কারণে করতে পারিনি। জেএএফও করতে পারিনি। আগামী ৭ নভেম্বর থেকে সাতটি বিভাগে মেয়েদের লিগ শুরু হবে।’
এছাড়া, ইউনিসেফ নারী লিগ নামে আরেকটি টুর্নামেন্ট হবে আগামী বছরের শুরুতে। সেখানে নিজেদের প্রমাণের সুযোগ পাবে বয়সভিত্তিক স্তরের ফুটবলাররা।
বাফুফে যে ফুটবল ক্যাম্প করেছে সেখানে নারী ফুটবলারদের ফিটনেস উন্নয়নে আলাদা নজর রাখা হবে। এই বিষয় নিশ্চিত করেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, জেএএফর মাধ্যমে ট্যালেন্ট হান্ট করা হয়। সে ধারাবাহিকতা থাকবে। কোচরা সেখান থেকে ভালো ফুটবলারদের বাছাই করে থাকে। পরবর্তীতে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এবারও তা অব্যাহত থাকবে।’
পাশাপাশি নারীদের ফুটবল আরো জনপ্রিয় করতে বেশকিছু উদ্যোগ রয়েছে ফেডারেশনের।