ইকবাল হাসান:
প্রেসিডেন্টস কাপের ফাইনাল হচ্ছে নাজমুল একাদশ ও মাহমুদুল্লাহ একাদশের সাথে। কিন্তু আগের ম্যাচেই ফাইনালের মতোই জমজমাট লড়াই হয়েছে।
১৬৪ রানের লো-স্কোরিং ম্যাচটাও পেসারদের দাপটে স্নায়ুর পরীক্ষায় ফেলেছে অনলাইন দর্শকদের। তবে, শেষ হাসি যেখানে শেষ হাসিটা হেসেছে নাজমুল একাদশ। নাজমুল একাদশের জয়ের সাথে ভাগ্য খুলেছে মাহমুদুল্লাহ একাদশেরও।
এই আসরটাকে বড় সুযোগ মনে করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে, প্রতিযোগীতামূলক মনোভাব ও ক্রিকেটারদের পারফরম্যান্সের ধারাবাহিকতায় সন্তুষ্ট তরুণ কাপ্তান নাজমুল। তবে লম্বা সময় পর মাঠে ফেরায় টুর্নামেন্টটা বিশেষ ছিলো সবার কাছেই।
প্রেসিডেন্টস কাপ প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হলেও প্রতিযোগিতা ভুলে নি ক্রিকেটাররা। আর তরুণদের অভিজ্ঞতার পালকে যুক্ত হলো আরো একটি পালক। খেলার অভিজ্ঞতা ছাড়াও আরো একটি অভিজ্ঞতা অর্জন করলো বাংলাদেশ ক্রিকেট।
মহামারি আক্রান্ত বিশ্বে আন্তর্জাতিক সফরগুলোতে কিভাবে সুরক্ষা মেনে খেলতে হবে তার একটি উৎকৃষ্ট অভিজ্ঞতা নিলো খেলোয়াড়রা।
উল্লেখ্য, বৈরি আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়েছে ফাইনাল ম্যাচ। রোববার দেড়টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন তরুণ শান্ত আর অভিজ্ঞ রিয়াদ।