রবিবার , এপ্রিল 2 2023
Home / Slide1 / বাংলাদেশ নারী জাতীয় দলের বর্তমান অবস্থা কি?

বাংলাদেশ নারী জাতীয় দলের বর্তমান অবস্থা কি?

মোঃ ফয়সাল চৌধুরী সুমন : বাংলাদেশ নারী জাতীয় দল শুরুটা হয়েছিল ২৯ জানুয়ারী ২০১০ সালে। প্রথম ম্যাচের শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। নেপালের কাছে ১-০ গোলে হেরে ছিল বাংলার বাঘীনিরা। সে দিন ম্যাচে হরেছিল বাংলদেশ কিন্তু মনোবল হারায়নি। ১৫ ডিসেম্বর ভুটানকে ৯-০ গোলে হরিয়ে বাংলাদেশ নারী জাতীয় ফুটবলের শুভ সূচনা করলো বাংলার বাঘীনিরা।সেই ২০১০ সাল থেকে শুরু হলো বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের যাত্রা।বাংলেদেশ ২০১০ সালে সাউথ এশীয়ান ফেডারেশন গেমস এ ব্রোঞ্জ পায় এবং ২০১৬ সালে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ এ সিলভার মেলেড পায়। ২০১০-২০২০ মোট ১০ বছরে র‌্যাঙ্কিং এর পালা বদল হয়েছে ১০০ থেকে ১৩৪ পর্যন্ত, বর্তমানে ১৩৪ র‌্যাঙ্কিং এ অবস্থান করছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল(২৬ জুন ২০২০)

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল ঘোষনা করা হয় সর্বশেষ ৯ মার্চ ২০১৯ এ সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০১৯ এর জন্য।জাতীয় দলের শেষ ম্যাচ ছিল ১৪ মার্চ ২০১৯, সেই ম্যাচে ২-০ গোলে ভুটানকে হারায় বাংলেদেশ।এর পর জাতীয় দলের কোন ম্যাচ হয়নি।নারী দলের দায়িত্ব শেষ, খেলোয়াড়দের কোন লীগও ঠিক মত করতে পারে না স্পন্সরশীপ এর কারনে।অবশেষে দীর্ঘ ১১ মাস পর নারী খেলোয়াড়দের মাঠে নামার সুযোগ করে দিয়ে এবছর ২২ ফ্রেব্রুয়ারি ট্রিকোটেক্স বাংলাদেশ ওমেন্স ফুটবল লীগ ২০২০। বেশি দিন খেলা মাঠে গড়াতে পারেনি, করোনা ভাইরাসের কারনে লীগ বন্ধ করতে হয় বাফুফেকে। দীর্ঘ ৭ মাস পরে অবশেষে নভেম্বর মাসে স্থগিত লীগ পূনরায় চালু করার সিদ্ধান্ত নেয় বাফুফে। লীগে অংশগ্রহন করা খেলোয়াড়দের চাওয়া খুব দ্রুত যাতে শুরু হয় বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের কোন প্রীতি ম্যাচ।

About Md Shahadat Hossain

Check Also

উদ্বোধন হলো “বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট”

বিশ্বব্যাপী তরুণদের কর্মসংস্থান, কাজের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।