ইকবাল হাসান:
রোববার(২৫ অক্টোবর) প্রেসিডেন্টস কাপের ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেটে আবারো বিরতি। নেই কোন আন্তর্জাতিক সূচি, নেই ঘরোয়া ক্রিকেটও। তাই, ছুটি নিয়ে দেশে ফিরে গেলেন জাতীয় ক্রিকেট দলের তিন কোচ।
শনিবার (২৪ অক্টোবর) প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় গেছেন। পেস বোলিং কোচ ওটিস গিবসন ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজে।
করোনা মহামারিতে দক্ষিণ আফ্রিকাতেই অবস্থান করছিলেন কোচ ডমিঙ্গো। তবে, বাংলাদেশ-শ্রীলঙ্কা সফরের খবরে এসেছিলেন বাংলাদেশে। কিন্তু সেই সিরিজ হয় নি। তাই বিসিবি দেশীয় ক্রিকেটারদের নিয়ে প্রেসিডেন্টস কাপ আয়োজন করে বিসিবি। এই টুর্নামেন্টে জাতীয় দল ও পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে কোচিং প্যানেল। তবে, রোববার খেলা শেষ হয়ে গেলে তাদের আর প্ৰয়োজন নেই। তাই, তারা নিজেদের দেশেই চলে যাচ্ছেন।
উল্লেখ্য, মাহমুদুল্লাহ একাদশের প্রধান কোচ ছিলেন ওটিস গিবসন ও তামিম ইকবাল একাদশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন রায়ান কুক। আর প্রধান কোচ ডমিঙ্গো ছিলেন পুরো টুর্নামেন্টের তদারকির দায়িত্বে।