ইকবাল হাসান:
পাকিস্তান ক্রিকেট দলের এক সময়কার ওপেনিং ব্যাটসম্যান সালমান বাট এবার টাফ ব্যাট তুলে রাখতে চাচ্ছেন। আসতে চাচ্ছেন ধারাভাষ্যে।
স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন সালমান বাট। ২০১৫ তে ঘরোয়া লিগে পদার্পনের পর বেশ ভালো খেলছিলেন তিনি। কিন্তু বরাবর জাতীয় দলে ছিলেন উপেক্ষিত। তাই, এবার কায়েদে আজম ট্রফি থেকে নিনের নাম প্রত্যাহার করে নিলেন। খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনে ধারাভাষ্যের দিকেই মনযোগী এখন সালমান। কায়েদ-এ-আজম ট্রফি থেকেই তাকে দেখা যাবে ধারাভাষ্য দিতে।
বাট এই বিষয়ে বলেন, টপিসিবির এইচপি পরিচালকের সঙ্গে আলোচনা করেছি আমি। তিনি আমাকে কিছু দারুণ উপদেশ দিয়েছেন। তার পরামর্শেই আমি কায়েদ-এ-আজম ট্রফি থেকে নাম সরিয়ে নিয়েছি। এখন ধারাভাষ্যকারের ভূমিকা পালন করতে যাচ্ছি।’
বাট আরও জানান, ‘বুঝতে পারছি পাকিস্তানের হয়ে আমার আর ভবিষ্যতে সম্ভাবনা নেই। তবে জাতীয় দলে ফেরার তীব্র আকাঙ্ক্ষা ছিল। সে কারণে ঘরোয়া ক্রিকেটে ভালো করার জন্য বদ্ধপরিকর ছিলাম। ক্রিকেট ছেড়ে থাকা সহজ নয় এবং এটার জন্য কেউই প্রস্তুত থাকে না। তবু এটাই মানতে হবে।’
উল্লেখ্য, ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কায়েদ-এ-আজম ট্রফির চতুর্থ রাউন্ড। সেই পর্ব থেকেই ধারা বিবরণী দেবেন বাট।