ইকবাল হাসান:
একের পর এক দুঃসংবাদ আসছে শুধু বার্সা শিবিরে। এবার এল ক্লাসিকো হারার পর হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন ক্লাবটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।
এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলছিলেন কৌতিনিয়ো। গিলের সুযোগও পেয়েছিলেন কিন্তু মিস করেন। তবে ম্যাচ শেষে আরও হতাশার খবর পেয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন মাঠের বাইরে।
ঠিক কত দিনের জন্য তিনি মাঠের বাইরে যাচ্ছেন এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলেন নি বার্সা কর্তৃপক্ষ। তবে এমন চোটের জন্য অন্তত তিন সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করছে বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যম।
উল্লেখ্য, বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ধারে এক মৌসুম বায়ার্ন মিউনিখে কাটিয়ে আবারও ফিরেছেন ক্যাম্প ন্যুতে। চলতি মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ৬ ম্যাচ খেলে করেছেন ২ গোল। মাঠের বাইরে ছিটকে যাওয়ায় জুভেন্তাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও খেলা হবে না কৌতিনিয়োর।