শনিবার , এপ্রিল 1 2023
Home / Slide2 / অবসরের পর জনসন ভুগছেন বিষন্নতায়!

অবসরের পর জনসন ভুগছেন বিষন্নতায়!

ইকবাল হাসান:

অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন ২০১৮ সালে বিদায় জানিয়েছেন সকল ধরনের ক্রিকেটকে। তবে, ক্রিকেটকে বিদায় জানিয়ে ভালো নেই জনসন। ভুগছেন বিষন্নতায়। মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন।

সম্প্রতি চ্যানেল সেভেনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ৩৮ বছর বয়সী জনসন।

জনসন বলেছেন, ‘ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই নিজের কাছে সবকিছু কঠিন মনে হওয়া শুরু হয়। এই পরিস্থিতিতে হঠাৎ করেই কিছু করার থাকে না। যা আপনাকে বিষণ্ণতায় ভোগাবে। আমি এটি নিয়ে সংগ্রাম করেছি। দুই বছর ধরে ক্রিকেট থেকে দূরে আছি। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছি।’

এই অজি তারকা পেসার অবসরের পর কি করবেন এই দ্বিধায় পরে গিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি জানান,
‘ক্রিকেট থেকে অবসরের পর আমার কাজের ভার কমে যায়। আমার আত্মবিশ্বাস অনেক কমে যায়।’

উল্লেখ্য,অস্ট্রেলিয়ার হয়ে ৭৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে এবং ৩০টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিচেল জনসন। টেস্টে তার উইকেট সংখ্যা ৩১৩টি। ওয়ানডেতে শিকার করেন ২৩৯টি উইকেট আর টি-টোয়েন্টিতে নেন ৩৮ উইকেট।

About Md Shahadat Hossain

Check Also

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন মোঃইউনুছ ইকবাল হাসান: শুরু হতে চাচ্ছে এবারের টোকিও অলিম্পিক। এবারের আসরে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।