ইকবাল হাসান:
করোনা ভাইরাসের কারনে সকল কিছু বন্ধ থাকার পর খেলা মাঠে গড়ালেও মানতে হচ্ছে কঠোর বিধি-নিষেধ। স্বল্প সংখ্যক লোকবল নিয়েই হচ্ছে অন্যান্য দেশের ম্যাচগুলো। কিন্তু এবার আলোচনায় ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার সিরিজে ইন্ডিয়ান খেলোয়াড়দের পরিবার নিয়ে যাওয়ার ব্যাপারে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি অবশ্য এ বিষয়ে ইতিবাচক।
গাঙ্গুলির মতে, ‘অস্ট্রেলিয়া সিরিজে কোহলিদের সঙ্গে পরিবার যাওয়া উচিত। কেননা খেলোয়াড়েরা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছে অনেকদিন ধরেই। আর তাই তাদের সঙ্গে পরিবারের থাকাটাই যৌক্তিক মনে করি।’
সাবেক ভারতীয় অধিনায়ক ও বোর্ড সভাপতি জানান, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড চেষ্টা করছে যাতে আমাদের খেলোয়াড়দের সঙ্গে তাদের পরিবারকেও আনা যায়। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। হয়তো পরিবারও যাবে খেলোয়াড়দের সঙ্গে।’
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস প্রোটোকল সম্পর্কে ধারণাও দেন গাঙ্গুলি। তিনি জানান, ‘সফরের প্রথম অংশ সিডনিতে হবে বলে ধারণা করছি। এখনো আলোচনা হচ্ছে জৈব সুরক্ষা বলয় ও মেডিকেল সংক্রান্ত ব্যাপারে। আমাদের বলা হয়েছে অস্ট্রেলিয়া এখন প্রায় কোভিডমুক্ত। করোনাভাইরাস আক্রান্ত খুব একটা নেই সেখানে। তবুও সবকিছু যেন ঠিক থাকে তাই আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা।’
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু করবে ভারত। এরপর অনুষ্ঠিত হবে চার ম্যাচের টেস্ট সিরিজ।