ইকবাল হাসান:
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে আসন্ন বিগ ব্যাশ আসরে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের। এ কারণে ব্রিসবেন হিটের সাথে চুক্তি করেন নি এবি।
ব্রিসবেনের হেড কোচ ড্যারেন লেম্যান। ডি ভিলিয়ার্স ও তার স্ত্রীর এমন সুন্দর মুহূর্তের বিষয়টি বুঝেছেন তিনি। এই লেম্যান বলেন, ‘শুরুতে তার ফিরে আসার বিষয়গুলো ঠিকঠাক ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে। এছাড়া বড় সমস্যা হচ্ছে করোনার সময়ে আন্তর্জাতিক ভ্রমণ করা। খুব শিগগিরই এবি এবং তার স্ত্রী তাদের তৃতীয় সন্তানের প্রত্যাশা করছেন। তাদের জন্য আমরা সবাই খুব খুশি। আগামী কয়েক মাস তাদের জন্য খুব বিশেষ সময়।’
বিগ ব্যাশের গত আসরে খুব ভালো ন খেললেও এবারের আইপিএলে একের পর এক খেলে যাচ্ছেন চোখ ধাঁধানো ইনিংস। তাই, ভবিষ্যতে তাকে দলে নিতে যোগাযোগ রাখছেন লেম্যান। এ প্রসঙ্গে তিনি বলেন,’আমরা তার সঙ্গে যোগাযোগ রাখব। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলে তিনি দুর্দান্ত খেলছেন। তাই পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা তার সঙ্গে কাজ করতে চাই।’
উল্লেখ্য, ডি ভিলিয়ার্সকে দলে নিতে না পারলেও লেগস্পিনার মুজিব উর রহমানের সঙ্গে চুক্তি করেছে দলটি।