সোমবার , মার্চ 27 2023
Home / Slide3 / সিউল শান্তি পুরস্কার পেলেন থমাস বাখ

সিউল শান্তি পুরস্কার পেলেন থমাস বাখ

ইকবাল হাসান:

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ সিউল শান্তি পুরস্কার পেয়েছেন। খেলাধুলায় শান্তি উন্নয়নে কাজ করার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সিউলে, এক জমজমাট অনুষ্ঠানে ‘সিউল শান্তি পুরস্কার’ বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। সুইজারল্যান্ডের লৌসানে অবস্থিত অলিম্পিক হাউস থেকে অনলাইনের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যোগ দেন।

২০১৩ সালের ৯ মে, অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি ক্রীড়াক্ষেত্রের শান্তি উন্নয়নে কাজ করছেন।

তার উল্লেখযোগ্য কর্মকান্ড হলো দক্ষিণ কোরিয়ায় ২০১৮ সালে শীতকালীন অলিম্পিকের সময় কোরান উপদ্বীপে ইভেন্ট আয়োজ, শরণার্থী অলিম্পিক দল গঠন।

উল্লেখ্য, বাখের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

About Md Shahadat Hossain

Check Also

ফুটবলের মতো ক্রিকেটেও মাঠে জ্ঞান হারালেন দুই নারী ক্রিকেটার

ইকবাল হাসান: ফুটবলের পর এবার ক্রিকেটেও একই ঘটনা। ইউরো অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিলেন তেমনি লুটিয়ে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।