সোমবার , মার্চ 27 2023
Home / Slide4 / দীর্ঘ পরিশ্রমের ফসল ইরফান শুক্কুর

দীর্ঘ পরিশ্রমের ফসল ইরফান শুক্কুর

ইকবাল হাসান:

ইরফান শুক্কুর ঘরোয়াতে খেলছেন দীর্ঘদিন ধরে। তবে কখনো সেরকম নজরে পড়েন নি। গত দুই বছর ব্যাটিং নিয়ে কাজ করে যাচ্ছিলেন নীরবে। এখন সেই সুবিধাই পাচ্ছেন তিনি। আপাতত নতুন কিছু করার পরিকল্পনা নেই, শুধু ধারাবাহিক ফর্ম ধরে রাখাই প্রধান কাজ।

বিসিবি প্রেসিডেন্টস কাপে বহুল আলোচিত খেলোয়াড়ের মধ্যে অন্যতম নাম ইরফান শুক্কুর। নাজমুল একাদশের হয়ে খেলেছেন তিনি। প্রায় ম্যাচেই রান করেছেন তিনি। তবে, এটাই প্রথম নয়। বিপিএলে কিসবুটা ঝলক দেখান নিজের। ফাইনালে রাজশাহী রয়্যালসের হয়ে খেলেছিলেন দুর্দান্ত এক ইনিংস।

ইরফান কোন জাদু কাঠির বদৌলতে সাফল্য পান নি, পেয়েবহেন কঠোর পরিশ্রম দিয়ে। দুই বছর ধরে ব্যাটিং মিয়ে কাজ করার সুফল প্রেসিডেন্টস কাপের এই আবিষ্কার। ৭ নম্বরের মতো প্রতিকূল জায়গায় ব্যাটিং নেমে পারফরমেন্স দিয়ে নজর করেছেন অনেকের।

ইরফান শুক্কুর এই বিষয়ে বলেন, ‘৭ নম্বরে ব্যাট করা চ্যালেঞ্জের বিষয় ছিলো। ঘরোয়া ক্রিকেটে সব সময় উপরে ব্যাটিং করেছি। ৭ নম্বরে ব্যাটিং করাটা চ্যালেঞ্জের ছিলো। এটা সেলফ বিলিভ দিয়েছে। যে কোনো জায়গায় ব্যাটিং করতে পারার। লাস্ট ৩ মাস ভালো অনুশীলন হইসে, স্পেশালি ব্যাটিং নিয়ে। শেষ ২ বছর ব্যাটিং নিয়ে কাজ করেছি। নতুন শটস নিয়ে কাজ করসে। এরপর ব্যাটিংয়ে পরিবর্তন এসেছে।’

পরিচয় পেয়েছওন, পেয়েছেন কাজের স্বীকৃতি। তবে, এখনি হাল ছেড়ে দিতে নারাজ তিনি। ইরফান শুক্কুর আরও বলেন, জাতীয় দলে খেলার স্বপ্ন আছে। তবে স্টেপ বাই স্টেপ আগাতে চাই। সামনে টি-২০ টুর্নামেন্ট আছে। সেই টুর্নামেন্টে ভালো করতে চাই।

উল্লেখ্য,বিসিবি প্রেসিডেন্টস কাপে ৫ ম্যাচে ইরফানের ব্যাট থেকে ৭১ গড়ে এসেছে ২১৪ রান।

About Md Shahadat Hossain

Check Also

নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদের জন্য প্রার্থনা রাবাদার

ইকবাল হাসান: পবিত্র রমজান মাসে ইসরাইলি দখলদার বাহিনীর নির্মমতার শিকার ফিলিস্তিনের জনগণ। এখন পর্যন্ত ৩৬ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।