ইকবাল হাসান:
নেপালের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে নানাদিকে। সবচেয়ে বেশি আলোচিত খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস। সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার মনে করেন খেলোয়াররা
শারীরিক এবং মানসিকভাবে চাঙা থাকলেও, ম্যাচ ফিটনেস ফিরে পেতে ফুটবলারদের এখনো অনেক সময় লাগবে।
তবে, তিনি আশা করছেন পুরো দলই খেলার উপযোগী হবে নেপালের বিরুদ্ধে ম্যাচের আগে। অন্যান্য খেলোয়াড়দের তুলনায় বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা একটু ভালো অবস্থানে আছেন। ২৩ অক্টোবর থেকে ফিটনেস ক্যাম্প শুরু হলেও আজই যোগ দেন বসুধরার খেলোয়াড়রা। তারিক গাজী ফিনল্যান্ড থেকে আসায় কোয়ারেন্টিনে আছেন তিনি। এছাড়া বাকিরা সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের কাছে বিপ টেস্ট দেন।
মাসুদ পারভেজ কায়সার এই ব্যাপারে বলেন, ‘আজ বসুন্ধরার ফুটবলাররা বিপ টেস্ট দিয়েছে। ফলাফল আমার হাতে এসে পৌঁছায়নি, তবে খালি চোখে দেখে তাদের অবস্থা ভালো লেগেছে। কিন্তু, এমনিতে ফিট থাকা আর ম্যাচ ফিটনেস বিষয়টা পুরো আলাদা। সে জায়গায় বলবো, এখনো কেউই পুরোপুরি ফিট নন। সবার অবস্থা কাছাকাছি। তবে, নেপাল ম্যাচের আগে আশা করি পুরো টিম একটা অবস্থায় চলে আসবে।’
হেড কোচ আসার আগে ফিটনেস উন্নতি করার ব্যাপার নিয়ে সকল খেলোয়াড়দের মাঝেই দেখা গিয়েছে পরিশ্রমী মনোভাব। তবে, ম্যাচের ৯০ মিনিটের জন্য এখনো প্রস্তুত না খেলোয়াড়রা। খেলোয়াড়রাও মানছেন ফিটনেস সমস্যার কথা। অন্যান্য ক্লাবের খেলোয়াড় থেকে বসুন্ধরা একটু এগিয়ে। কিছুটা সময় পেলেই, নিজেদের গুছিয়ে নিতে পারবেন বলে মত তাদের।
ফুটবলার তপু বর্মণ বলেন, ‘মাঠে ফিরতে পারছি, এটাই আমাদের বড় পাওয়া। আমাদের ফিটনেসের অবস্থা বেশ ভালো। অন্যরাও খারাপ নয়, তবে কিংসে আমরা অনেকদিন ধরেই অনুশীলনের মধ্যে ছিলাম। তাই আমাদের অবস্থা অনেকটা ভালো।’
ফুটবলার ইব্রাহিম জানান, ‘করোনার সময়ে দল থেকে দেয়া সব নিয়ম কানুন মেনে চলেছি। পরে ক্লাবেও ফিটনেস নিয়ে কাজ করেছি। নেপাল ম্যাচের আগে আরো সময় আছে, এর মধ্যেই ম্যাচে ফেরার মতো অবস্থায় চলে আসবো।’
উল্লেখ্য, ইনজুরি শঙ্কা কেড়ে নিয়েছে মতিন এবং জনিকে। তবে, সময় কম থাকায় আপাতত তাদের বিকল্প নেয়ার কথা ভাবছে না ফুটবল ফেডারেশন।