ইকবাল হাসান:
২৬ ক্রিকেটার নিয়ে কোচ টবি র্যাডর্ফোডের অধীনে প্রথমবারের মতো অনুশীলন শুরু হয়েছে বিসিবির হাই পারফর্মেন্স ইউনিটের। শুধু মাঠের অনুশীলন নয় শিষ্যদের ক্লাস সেশনও করিয়েছেন কোচ।
সব স্তরের ক্রিকেটই মাঠে ফিরছিলো। অনূর্ধ্ব-১৯ দল আগেই মাঠে ফিরেছে, বাকি ছিলো এইচপি। তারাও অনুশীলন শুরু করেছে।
২৬ জন ক্রিকেটারের মধ্যে ১২ জন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়ও রয়েছে। বিসিবি হাই পারফর্মেন্স ইউনিটের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব বলেন, এইচপি ক্যাম্প মূলত দীর্ঘ সময় ধরে হয়, এখানে আমাদের ভুল-ক্রটিগুলো শুধরে নেবার সুযোগ থাকে। এটা আমাদের জন্যে বড় একটা সুযোগ।
১৭ দিনের এই ক্যাম্পে ফিটনেস ট্রেনিং ছাড়াও ক্রিকেটাররা নিজেদের মধ্যে খেলবেন প্রস্তুতি ম্যাচ ও মনোবিদের অধীনে করবেন ক্লাস। প্রথম দিনেই শিষ্যদের রুদ্ধদ্বার সেশন-ও নিলেন কোচ টরি র্যাডফোর্ড। পুরো এই প্রক্রিয়াকে ইতিবাচক বলছেন ক্রিকেটাররা।
উল্লেখ্য, ১২ নভেম্বর শেষ হবে এইচপি দলের এ বছরের অনুশীলন ক্যাম্প। এরপর অধিকাংশ ক্রিকেটাই খেলবেন বিসিবি আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে।