ইকবাল হাসান:
নেপালের বিপক্ষে দুটো ম্যাচ উপলক্ষে ফুটবলারদের আবাসিক ক্যাম্প করা হয়েছিলো কিন্তু সেই ক্যাম্প এবার পূর্ণতা পেলো প্রধান কোচ জেমি ডে, তার স্বদেশি সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসি এবং অধিনায়ক জামাল ভূঁইয়ার আগমনে।
ঠিক এক সপ্তাহ পর ক্যাম্পে যোগ দিতে ঢাকায় এসেছেন প্রধান কোচ জেমি ডে, তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসি ও নতুন নিয়োগ পাওয়া গোলরক্ষক কোচ লেস ক্লিভলিক ও অধিনায়ক জামাল ভূঁইয়া।
আরেক ফুটবলার তারিক কাজী আগেই এসেছিলেন ফিনল্যান্ড থেকে। কিন্তু বৃহস্প্রতিবার মাঠে গেলেও সেরকম অনুশীলন করেননি।
উল্লেখ্য, আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।