ইকবাল হাসান:
সাকিবের দুঃসময়, সুসময় সব সময় পাশে পেয়েছেন সমর্থকদের। একটা বোকামির কারনে দুই বছরের নিষেধাজ্ঞাতেও পেয়েছেন ভক্তদের সাপোর্ট।
গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞার এক বছর পূরণ হলো। এখন থেকে খেলতে পারবেন যেকোন টুর্ণামনেট সহ সবকিছু। এই এক বছর ভক্তদের ভালোবাসার প্রমান পেয়েছেন চাক্ষুস।
ফেরার পর নবাবের মতই বরণ করে নিয়েছে ভক্তরা। তাই এবার ভক্তদের জন্য একটা লাইভ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে লাইভে আসবেন এবং সেখানে ভক্তদের করা ১০টি প্রশ্নের উত্তর দিবেন।
উল্লেখ্য, নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছেন সাকিব।