রবিবার , এপ্রিল 2 2023
Home / Slide3 / অবশেষে করোনা মুক্ত রোনালদো

অবশেষে করোনা মুক্ত রোনালদো

ইকবাল হাসান:

চারবারের করোনা পরীক্ষায় চতুর্থবার করোনা মুক্তির সুসংবাদ পেলেন য়্যুভেন্তাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেদের অফিসিয়াল ওয়েব সাইটে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

১৩ অক্টোবর করোনা পজিটিভ হওয়ার পরদিনই লিসবন থেকে তুরিনে ফিরে আসেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নিয়ম মেনে প্রথম টেস্টের ১০ দিন পর করোনা টেস্ট করান তিনি। কিন্তু তার রিপোর্ট পজিটিভ আসে।

এরপর ২৭ অক্টোবর তৃতীয় বারের মত কভিড টেস্ট করান তিনি। তাতেও রোনালদোর রিপোর্টে পরিবর্তন দেখা যায় না। এবারও পজিটিভ আসেন তিনি। যদিও শারিরীক ভাবে কোন সমস্যাই ছিলো না তার।

শুক্রবার চতুর্থ বার অর্থাৎ শেষবার করোনা টেস্ট করানো হয় সি আর সেভেনের। সেখানে তার রিপোর্ট নেগেটিভ আসে বলে নিশ্চিত করে য়্যুভেন্তাস।

About Md Shahadat Hossain

Check Also

ডোনারুমা এখন পিএসজিতে

ইকবাল হাসান: ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কার যেটা ইতালির গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমা যোগ দিলেন পিএসজিতে। তার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।