সোমবার , মার্চ 27 2023
Home / Slide1 / আবারো মুশফিক মাচজয়ী জুটি গড়তে চান সাকিবের সাথে

আবারো মুশফিক মাচজয়ী জুটি গড়তে চান সাকিবের সাথে

ইকবাল হাসান:

মাত্রই নিষেধাজ্ঞা শেষ হলো সাকিব আল হাসানের। বাংলাদেশের এই ‘পোস্টার বয়’ সামনে খেলবেন কর্পোরেট টুর্নামেন্ট। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে এখনো অপেক্ষা করতে হবে দীর্ঘসময়। তবে, মুশফিক থেমে নেই। এখনি স্বপ্ন দেখছেন ম্যাচ জয়ী জুটি গড়া নিয়ে।

এই উইকেটকিপার ব্যাটসম্যান তাই ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের দুর্দান্ত কিছু স্মৃতি আছে। একসঙ্গে দারুণ সব মুহূর্ত কাটিয়েছি আমরা। নিজেদের সুসময়গুলোকে আমরা ভাগাভাগি করেছি। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছি। আমি খুব খুশি যে এই একটা বছর কেটে গেছে এবং আমরা আবারও একসঙ্গে মাঠে ফিরতে পারবো।’

মুশফিক মাচজয়ী জুটি গড়া নিয়ে লিখেছেন পোস্টের পরের অংশে। তিনি লিখেছেন, ‘তুমি সবসময়ই চ্যাম্পিয়নের মতো কামব্যাক করেছো এবং আমি আবারও তোমার সঙ্গে ম্যাচজয়ী জুটি গড়তে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনশাআল্লাহ একসঙ্গে আবারও দলকে ম্যাচ জিতিয়ে দেশের জনগণের মুখে হাসি ফোটাবো।’

About Md Shahadat Hossain

Check Also

উদ্বোধন হলো “বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট”

বিশ্বব্যাপী তরুণদের কর্মসংস্থান, কাজের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।