ইকবাল হাসান:
৩ অক্টোবরের বাফুফে নির্বাচনে কাজী সালাউদ্দিনের সাথে ৩ সহ-সভাপতির পদও সম্মিলিত পরিষদের দখলে। বাকি ছিলো ৪র্থ স-সভাপতির পদ। এই পদে লড়েছেন শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের মহিউদ্দিন মহি ও স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল।
কিন্তু ফলাফল টাই হওয়ায় আজ ৩১ অক্টোবর এই পদের পুন: নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজকের নির্বাচনে তাবিথ আওয়াল কে হারিয়ে টানা ২য় বারের মত বাফুফের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি।
উল্লেখ্য, ৬৭-৬৩ ভোটে মহিউদ্দিন আহমেদ মহি তাবিথ আওয়ালকে হারিয়েছে আজকের নির্বাচনে।