ইকবাল হাসান:
পাকিস্তানি আম্পায়ার আলিম দার দক্ষিণ আফ্রিকার আম্পায়ার রডি কোয়ার্টজেনকে ছাড়িয়ে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালনের রেকর্ড গড়েছেন।
সর্বোচ্চ সংখ্যক টেস্ট ম্যাচ পরিচালনা করার রেকর্ডও আলিম দারের। তিনি ওয়ানডেতে এই রেকর্ডের মালিক পাকিস্তান-জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দায়িত্ব পালনের মাধ্যমে। এ ম্যাচের মাধ্যমে ২১০টি ওয়ানডে ম্যাচ পরিচালনার রেকর্ডবুকে নাম লেখালেন আলিম দার।
আলিম দারের আগে সর্বোচ্চ টেস্ট ক্রিকেট পরিচালনা করেছেন বর্ষীয়ান আম্পায়ার স্টিভ বাকনর। তবে, গেল বছর তার রেকর্ডও ভাঙেন তিনি। এখন পর্যন্ত ১৩২টি টেস্ট ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। যা কোন আম্পায়ারে জন্য সর্বোচ্চ রেকর্ড। এছাড়া ৪৬টি টি টোয়েন্টি ম্যাচও পরিচালনা করেছেন তিনি।
উল্লেখ্য, ৫২ বছর বয়সী এই আম্পায়ারের ওয়ানডে ক্রিকেটে প্রথম আম্পায়ারিং করেন ২০০০ সালে। আর টেস্ট ম্যাচ ও টি-টুয়েন্টি ম্যাচে প্রথম আম্পায়ারিং করেন ২০০৩ সালে ও ২০০৯ সালে।