ইকবাল হাসান:
সাবেক ক্রিকেটাররা ক্রিকেট ছেড়ে নিজেদের মধ্যে আয়োজন করেছেন প্রীতি ফুটবল ম্যাচ।
অধিনায়কের অ্যার্মব্যন্ড হাতে ধীরে ধীরে মাঠে প্রবেশ করছেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার পাশেই ঝড়ু, হান্নান সরকার, সানোয়ার, পাইলট, জাবেদ ওমররা। এই চিত্র স্বাভাবিক নয় যে কারো কাছেই। ক্রিকেট ছেড়ে সতীর্থরা সবাই একেক দিকে জুকেছেন। কিন্তু এই প্রীতি ফুটবল ম্যাচ তাদের সকলকে বহুদিন পর এক ছাদের নিচে নিয়ে এলো।
সাবেক ক্রিকেটাররা শুধু ক্রিকেটেই ভালো না, সমান তালে তারা ফুটবলেও দেখিয়েছে মুন্সিয়ানা।তারা ৪ দলে ভাগ হয়ে নিজেদের মধ্যেই খেলেন এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট। এমন আয়োজনকে দেখছেন উৎসবের উপলক্ষ্য হিসেবে।
নাইমুর রহমান দূর্জয় বলেন, ‘সবার সঙ্গে দেখা হয় এখানে। সবার যোগাযোগ কম হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ।’
সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন বলেন, এটা একধরণের ফান, ‘চারটা থেকে দশটা পর্যন্ত ছয় ঘণ্টার জন্য আসা। ‘
উল্লেখ্য, ফুটবল ম্যাচ হলেও সাবেক ক্রিকেটাররা ফুটবল ও ক্রিকেট মিলিয়ে ফিউশন একটা গেমের নিয়মে খেলছেন এই টুর্নামেন্ট।